ঢাকা: প্রবীণ আওয়ামী লীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া জাতীয় সংসদের উপনেতার পদটি পূরণের বিষয়ে আগামী বুধবার সিদ্ধান্ত আসতে পারে। ইতিমধ্যে সরকারি দল আওয়ামী লীগের সংসদীয় দলের পঞ্চম সভা আহ্বান করা হয়েছে।
আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী জানান, সংসদ উপনেতার বিষয়টি নিয়ে সংসদীয় দলের সভায় আলোচনা হবে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সংসদ ভবনস্থ সরকারি দলের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হবে।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় সভাপতিত্ব করবেন। দলের সকল সদস্যকে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সংসদ উপনেতার পদটি নিয়ে ইতিমধ্যে সরকারদলীয় সদস্যদের মাঝে আলোচনা শুরু হয়েছে। এই পদে অনেকের নাম আলোচনায় থাকলেও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর আসার সম্ভাবনা বেশি বলে অনেকে মনে করছেন। অবশ্য বিষয়টি নির্ভর করছে সংসদ নেতা শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। গতকাল রবিবার সংসদের চলতি অধিবেশনের প্রথম দিনে তাঁর মৃত্যুতে আনীত শোক প্রস্তাব নিয়ে আলোচনা ও গ্রহণ করা হয়। আলোচনা শেষে সংসদের অধিবেশন মুলতবি করা হয়।