ঢাকা: শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে আক্রান্তদের একজন মারা গেছেন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে হয়েছে ৩ দশমিক ৪০ শতাশ। যা আগের দিন ছিল ৩ দশমিক ৬০ শতাংশ।

 

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রাজধানীসহ সারা দেশে ৮৮২টি চলমান পরীক্ষাগারে দুই হাজার ৯৮৬টি নমুনা পরীক্ষা করে ১০২ জন শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৬৯ ঢাকার বিভাগের। ৪ জন ময়মনসিংহ বিভাগের, ১৫ জন চট্টগ্রাম বিভাগের, ৪ জন রাজশাহী বিভাগের, ৫ জন রংপুর বিভাগের, ১ জন বরিশাল বিভাগের এবং ৪ জন সিলেট বিভাগের। খুরনা বিভাগে কেউ শনাক্ত হয়নি।

এ নিয়ে দেশে মোট কভিড শনাক্ত রোগী সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৩৪ হাজার ৯৬৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪১৮ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৯ হাজার ৮০০ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।