ঢাকা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, উন্নত দেশ গড়তে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রেখে সব দলের উচিত জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা। যারা নির্বাচন না করে ষড়যন্ত্রের রাজনীতি করে তারা ধীরে ধীরে জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়।

আজ মঙ্গলবার পাবনা জেলার সাঁথিয়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগ শাখার ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, ‘আওয়ামী লীগের পরবর্তী লক্ষ্য ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন করা।

 

সে সময় আমি ও আমরা থাকব না, দেশ থাকবে, আওয়ামী লীগ থাকবে। ’

 

তিনি আরো বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত উন্নত একটি দেশ পরবর্তী প্রজন্মের কাছে রেখে যাওয়া। আর এ দেশের দায়িত্ব গ্রহণের জন্য সুশৃঙ্খল একটি সংগঠন তৈরি করা। যেখানে নেতৃত্ব দেবে জ্ঞানে-গুণে পরিপূর্ণ একটি তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্মকে আমাদের সেভাবে তৈরি করতে হবে। ’

সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধ না হলে বিশ্বের লাখ লাখ মানুষ না খেয়ে মারা যেতে পারে। প্রধানমন্ত্রী আমাদেরকে সচেতন হতে বলেছেন, সাশ্রয়ী হতে বলেছেন। আর এটি কোনো দেশীয় সংকট নয়, বৈশ্বিক সংকট। ’

অথচ এই বৈশ্বিক সংকটকে পুঁজি করে বিএনপি-জামায়াত মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘তারা অপপ্রচার চালিয়ে দুর্নীতির কথা বলছে।  দুর্নীতি কত প্রকার ও কী কী ২০০১-০৬ আমলে হাওয়া ভবন তৈরি করে তারা দেখিয়েছে। ২২ হাজার কোটি টাকা নিয়ে তারেক রহমান লন্ডনে বসে আছে। ’

সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া জাহান, কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মেরিনা জাহান কবিতা ও সৈয়দ আব্দুল আওয়াল শামীম।

এ ছাড়া আরো বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, বেড়া আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আসিফ শামস রঞ্জন, সাঁথিয়া উপজেলার সাধারণ সম্পাদক মো. তপন হায়দার সান প্রমুখ।