সর্বোচ্চ ভোট পেয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হ‌ওয়ায় বাংলাদেশকে অ‌ভিনন্দন জা‌নি‌য়ে‌ছে ইউ‌রোপীয় ইউ‌নিয়ন (ইইউ) ও চীন।

বুধবার (১২ অ‌ক্টোবর) ঢাকায় নিযুক্ত ইইউ`র রাষ্ট্রদূত চার্লস হোয়াইলি ও চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান পৃথক বার্তায় অ‌ভিনন্দন জানান।

ইইউর রাষ্ট্রদূত টুইট বার্তায় অ‌ভিনন্দন জা‌নি‌য়ে লি‌খে‌ছেন, মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হ‌ওয়ায় বাংলাদেশকে অ‌ভিনন্দন। মানবাধিকারকে এগিয়ে নেওয়ার জন্য এ‌টি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

অন্যদিকে চীনা ডেপুটি চিফ অব মিশন তার ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে অ‌ভিনন্দন জা‌নি‌য়ে লি‌খে‌ছেন, চীন জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে মানবাধিকারের প্রচার ও সুরক্ষার জন্য বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টা এবং অবদান দেখ‌তে উন্মুখ।

বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে সর্বোচ্চ ১৬০ ভোট পেয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়ে‌ছে। এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলো, মালদ্বীপ, ভিয়েতনাম এবং কিরগিজস্তান।

২০০৯ সাল থেকে ৪৭ সদস্যের এই কাউন্সিলে বাংলাদেশ ৫ম বারের মতো নির্বাচিত হলো।