ঢাকা: একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন আগামী ৩০ অক্টোবর রবিবার বিকাল সাড়ে ৪ টায় শুরু হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ বুধবার এই অধিবেশন আহ্বান করেছেন।
জাতীয় সংসদ সচিবালয়ে গণসংযোগ শাখা থেকে সংসদ অধিবেশনের তথ্যটি জানানো হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসবে।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন গত ১ সেপ্টেম্বর সমাপ্ত হয়।