ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য শেখ এ্যানি রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার চাচি।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘তিনি আমার কাছে ছিলেন চাচি।

 

আল্লাহ চাচিকে বেহেশত নসীব করুন। তাঁর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফেরাত কামনা করছি। শ্রদ্ধেয় শেখ হাফিজুর রহমান চাচাসহ তাঁর শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জানাই। ’

 

স্ট্যাটাসে তিনি আরো লেখেন, ‘জাতীয় সংসদের লবিকে আদর-উচ্ছ্বাসে ভরিয়ে রাখতেন। নিজ এলাকার মানুষের জন্য তাঁর ছিলো অপার ভালোবাসা। তাদের উন্নয়নের জন্য কি কি করবেন তা নিয়ে ভাবতেন। মন্ত্রীদের অনুরোধ করতেন। চাচির মতো সদাহাস্যময়ী ও স্নেহপ্রবণ মানুষ কমই হয়। অনেক স্নেহ পেয়েছি তাঁর কাছ থেকে। আমি ঋণী হয়ে রইলাম। ’