করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব যে সংকটে পড়েছে বা আগামীতে যে সংকটের আশঙ্কা আছে তাতে বাংলাদেশের মানুষের যেন কষ্ট না হয় সেজন্য যতটুকু প্রস্তুতি নেওয়ার দরকার সরকার তা নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সারা বিশ্ব এখন অশান্তিতে ভুগছে। করোনা মহামারি যেতে না যেতেই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। সেখানে আমরা শান্তিতে থাকব কি থাকব না সেটা অনেকটা আমাদের নিজেদেরও ব্যাপার। কারণ, আমরা নিজেরা যদি আমাদের উৎপাদন বাড়াতে পারি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তাহলে অন্তত সেদিক থেকে আমাদের কোনো কষ্ট হবে না।

সরকার প্রধান বলেন, কিন্তু সারা বিশ্বের মানুষ যখন কষ্টে থাকে, তখন কি চাইলেই শান্তিতে থাকা যায়? শুধু নিজের কথা ভাবলে চলে না, মানুষের কথাও ভাবতে হয়। উন্নত দেশের মানুষগুলোও কষ্ট পাচ্ছে। আর আমাদের দেশে তো আছেই। তাছাড়া আরও অনেক দেশ আছে। আমার দেশের মানুষের যেন কষ্ট না হয়, তার জন্য যতটুকু যা প্রস্তুতি নেওয়া দরকার আমি কিন্তু সেটা নিচ্ছি।