বাংলাদেশে দায়িত্ব পালন করতে আসা বিদেশি কূটনীতিকদের বিভিন্ন সময় বাংলাদেশি খাবারে বুঁদ হতে দেখা যায়। এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে ঢাকার ফুচকায় মজেছেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) ঢাকার সুইডিশ দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুকে রাষ্ট্রদূতের ফুচকা খাওয়ার ছবি পোস্ট করে লিখেছে, আমাদের রাষ্ট্রদূত ফুচকা ভালোবাসেন।

এরপরই পোস্টে লেখা হয়েছে, কর্মব্যস্ত দিন শেষে ফুচকার স্বাদ অতুলনীয় !

দূতাবাসের তিনটি পোস্ট করা ছবিতে দেখা গেছে, রাজধানীর বনানীর ফুচকা-ওয়ালী দোকানে ফুচকা খাচ্ছেন রাষ্ট্রদূত। একটি ছবিতে ফুচকা খাওয়ার পাশাপাশি আরেকটি ছবিতে ফুচকা বানানোর প্রক্রিয়া দেখছেন লিন্ডে।