সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪ দফা দাবি মেনে নেওয়ায় চলমান আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কমপ্লিট শাটডাউন কর্মসূচিও প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে 'জবি ঐক্য' প্লাটফর্ম থেকে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন।
রইছ উদ্দীন বলেন, আমাদের প্রত্যেকটি দাবি আদায় হয়েছে।
আন্দোলন সমাপ্তি ঘোষণা দিয়ে রইছ উদ্দীন বলেন, আজকে যেহেতু আমাদের দাবি পূরণ হয়েছে তাই আমাদের চলমান আন্দোলনের সমাপ্তি ঘোষণা করছি এবং কমপ্লিট শাটডাউন তুলে নিচ্ছি।