ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ শেখ পরিবারের ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের মৌখিক নির্দেশে ১০ জনের এনআইডি লক করা হয়। এ মৌখিক আদেশের কপিতে ১৬ ফেব্রুয়ারি এনআইডি’র সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা সই করেন।
সোমবার এনআইডি অনুবিভাগ থেকে এই তথ্য জানা গেছে।
গত ৭ এপ্রিল অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রস্তুতির কার্যক্রম উদ্বোধন করে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর অস্ট্রেলিয়া সফরে আছেন।
১০ জনের এনআইডি লক করা প্রসঙ্গে বক্তব্য নিতে এনআইডি ডিজিকে হোয়াটসঅ্যাপে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
শেখ পরিবারের অন্য আট সদস্য হলেন- সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।
এনআইডি লক করার ফলে এই ১০ জনের তথ্য যাচাই, সংশোধন বা পরিবর্তন করা যাবে না।