রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় ‘আপন কফি হাউজ’ নামের এক কফিশপের সামনে এক তরুণীকে মারধরের অভিযোগে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় কফিশপের ম্যানেজারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার দুইজন হলেন- আপন কফিশপের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।

 

সোমবার (১৪ এপ্রিল) রাতে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জাগো নিউজকে এ তথ্য জানান।

ওসি আতাউর রহমান  বলেন, ১১ দিন আগে রামপুরা থানা এলাকায় আপন কফিশপে এক তরুণী ঢোকার চেষ্টা করেন। তখন ক্ষিপ্ত হয়ে কফিশপের ম্যানেজার আল আমিন তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। তখন তরুণী খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে চলে যান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

 

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীকে মারধরের ভিডিও নজরে আসার সঙ্গে সঙ্গে আপন কফিশপে অভিযান চালিয়ে ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আগামীকাল মঙ্গলবার দুইজনকে আদালতে পাঠানো হবে।

তরুণীকে মারধরের বিষয়ে রামপুরা থানার ওসি বলেন, কফিশপের দুইজন জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, ওই তরুণী কফিশপে ঢুকে ক্রেতাদের বিরক্ত করতেন।

ওই তরুণীকে খুঁজে বের করার চেষ্টা চলছে জানিয়ে ওসি আতাউর রহমান বলেন, মারধরের মূল কারণ জানতে ভুক্তভোগী তরুণীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

 

 

 

ছড়িয়ে পড়া ফেসবুক ভিডিওতে দেখা যায়, তরুণী সেদিন কফিশপের প্রবেশপথের সামনে যান। তখন ওই দোকানের দুইজন কর্মচারী ভেতর থেকে বেরিয়ে আসেন। এরপর কোনো কিছু না বলে তরুণীকে মারধর শুরু করেন একজন। পরে তরুণী দৌড়ে ঘটনাস্থল থেকে চলে যান।