আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগকে গণহত্যাকারী অ্যাখ্যা দিয়ে এই রাজনৈতিক দলটি নিষিদ্ধের দাবিতে ‘গণহত্যাকারী আওয়ামীলীগ নিষিদ্ধকরণ মঞ্চ’-এর ঘোষণা দেওয়া হয়েছে।
নতুন এই মঞ্চ থেকে আগামীকাল শনিবার বিকেল ৫টায় গণ-ইফতার ও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহসমন্বয়ক এ বি জুবায়ের, আরেক সাবেক সহসমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের নেতৃত্বে এই মঞ্চ ঘোষণা করা হয়েছে।
এর আগে বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া এলাকা থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে এক বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে এবি জুবায়ের বলেন, ‘অন্তর্বতী সরকার ক্ষমতায় আসার পর প্রথম কাজ ছিলো জুলায় হত্যাকাণ্ডের বিচার করা, কিন্তু তারা তা করতে পারেনি।
বক্তব্য শেষে ‘গণহত্যাকারী আওয়ামীলীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে একটি প্লাটফর্মের ঘোষণা দেন জুবায়ের। এ প্রসঙ্গে তিনি বলেন, আপনি যে দলের, মতের হোন কেন আপনি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক চান, তাহলে আমাদের পাশে দাঁড়ান।
এ সময় মোসাদ্দেক বলেন, ‘জুলাইয়ে অভ্যুত্থান শেষ হওয়ার পর সেই প্লাটফর্ম বিভিন্ন হীন রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়েছে।
এ সময় তিনি বলেন, ‘আপনারা যদি সত্যিকার অর্থে চান যে আওয়ামীলীগ নিষিদ্ধ হোক তাহলে আপনারা গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের প্লাটফর্মের সাথে যুক্ত হন।’