‘ধর্ষণ’ শব্দের ব্যবহার এড়িয়ে যাওয়ার বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। গতকাল রবিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, ‘ধর্ষণ মানে ধর্ষণ, তা আট বছরের শিশুর বিরুদ্ধে হোক বা ৮০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে। এমন ভয়াবহ অপরাধকে তার যথাযথ নামেই ডাকতে হবে।
এতে আরো বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রতি যেকোনো ধরনের সহিংসতা কঠোরভাবে প্রতিহত করবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
গত শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, “আমি দুটি শব্দ খুব অপছন্দ করি, আমি অনুরোধ করব এই দুটি শব্দ বলবেন না। একটা ভুলে গেলাম, একটা এবার বলি। সেটা হলো—ধর্ষণ শব্দটা ব্যবহার করবেন না প্লিজ।
ডিএমপি কমিশনারের এই বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সমালোচনার ঝড় বইছে।