বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল উৎপাদনকারী প্রতিষ্ঠান লঙ্গি বাংলাদেশে একটি অফিস স্থাপন এবং সৌর প্যানেল উৎপাদনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রাষ্ট্রদূত বলেন, ডিসেম্বরে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় চীনা সোলার প্যানেল নির্মাতা বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের জন্য বাংলাদেশ সফর করে।

রবিবার (১৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে এসব তথ্য জানা চীনের রাষ্ট্রদূত।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশকে একটি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার অংশ হিসেবে চীনা কম্পানিগুলোকে তাদের উৎপাদন কারখানা এখানে স্থানান্তরের আমন্ত্রণ জানানোর পর তারা এ সফর করেন।

 

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ সফরে আসা কম্পানিগুলোর মধ্যে লঙ্গিসহ অন্তত দুটি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে অফিস ও কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে চীনের রাষ্ট্রদূত বলেন, তারা শিগগিরই বাংলাদেশে বিনিয়োগ করবে। তিনি বলেন, চীনের একটি নিবেদিত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল শিগগিরই কাজ করবে বলে আশা করা হচ্ছে।

ইয়াও ওয়েন বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী।

 

রাষ্ট্রদূত  বলেন, চীনে প্রধান উপদেষ্টার আসন্ন সরকারি সফর হবে দুই বিশ্বস্ত ও ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে ৫০ বছরের দীর্ঘ সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর।

অধ্যাপক ইউনূস বাংলাদেশে আরো চীনা বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে বলেন, পশ্চিমা দেশগুলোতে পণ্য রপ্তানি করতে ইচ্ছুক কম্পানিগুলোর জন্য বাংলাদেশ শীর্ষ উৎপাদনকেন্দ্র হতে পারে।

তিনি চীনের হাসপাতাল চেইনগুলোকে এখানে শীর্ষস্থানীয় ক্লিনিক স্থাপন অথবা বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা সুবিধা গড়ে তোলার আহ্বান জানান।

বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে ব্যাপক বিনিয়োগের প্রয়োজন।

চীনা হাসপাতাল চেইনগুলো এখন এখানে হাসপাতাল নির্মাণের অনন্য সুযোগ রয়েছে, প্রধান উপদেষ্টা বলেন।

 

চীনের রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ চীনের কুনমিং শহরে চারটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য ডেডিকেটেড করা হয়েছে। বাংলাদেশিদের একটি দল গত সপ্তাহে চিকিৎসার জন্য কুনমিং গিয়েছিলেন।

রাষ্ট্রদূত আরো বলেন, সফরকালে বিশ্বের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান পিকিং বিশ্ববিদ্যালয় প্রফেসর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ে বক্তব্যও রাখবেন।