ফ্যাস্টিস্ট আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতা চিরস্থায়ী করতেই শাপলা চত্বরের হত্যাকাণ্ড চালিয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, এ ঘটনার মধ্যে শাপলা চত্বরের ঘটনায় তৎকালীন সরকার বহির্বিশ্বের সঙ্গে আছে—এমনটি জাহির করতে চাওয়া হয়েছিল।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন প্রেসসচিব।
তিনি বলেন, ‘শাপলা চত্বরে হামলার ঘটনায় হেফাজতের (হেফাজতে ইসলাম বাংলাদেশ) ঠিক কতজনের মৃত্যু হয়েছে সে সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ সময় শাপলা চত্বরের ঘটনায় তদন্ত হওয়া জরুরি বলেও জানিয়েছেন প্রেসসচিব শফিকুল আলম।
আওয়ামী লীগ সরকার হত্যাকাণ্ড চালিয়ে বিশ্বের কাছে বন্ধু হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেন প্রেসসচিব। তিনি বলেন, ‘এতে করে একপেশে ভোটের পরও বাইরে থেকে সে অর্থে কেউ আওয়াজ তোলেনি।
প্রেসসচিব বলেন, চব্বিশের তরুণরা শেখ হাসিনাকে দেখিয়েছেন, যে সৈরাচারের সময় শেষ। শাপলা চত্বরসহ সকল হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করবে সরকার। তবে আপাতত গণ-অভ্যুত্থান প্রাধান্য পাবে। যারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে।