জুলাই গণ-অভ্যুত্থানে নিহত হয়েছেন এমন আরো ছয় ব্যক্তির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ৬টি অশনাক্তকৃত লাশ আছে বলে জানতে পারে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। আজ সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লাশের প্রাপ্ত তথ্য নিম্নরূপ -অজ্ঞাতপরিচয় পুরুষ (২০), অজ্ঞাতপরিচয় পুরুষ (২৫), অজ্ঞাতপরিচয় পুরুষ (২২), অজ্ঞাতপরিচয় মহিলা (৩২), অজ্ঞাতপরিচয় পুরুষ (৩০) ও এনামুল (২৫)।
মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেওয়ারিশ লাশগুলোকে পরিবারের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে।