বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে মাসব্যাপী ‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’। ২৭ জুলাই থেকে চলছে এ প্রদর্শনী।
জাতীয় চিত্রশালার গ্যালারি ২, ৩, ৪, ৫, ৬ ও ভাস্কর্য গ্যালারিতে চলমান এ প্রদর্শনীর আয়োজক শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ।
৪২২টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছেন ২১ থেকে ৩৫ বছর বয়সী ৩৫৬ জন শিল্পী। প্রদর্শনীর জন্য জমা পড়েছিল ১ হাজার ১৯ জন শিল্পীর ২ হাজার ৩৮টি শিল্পকর্ম।
চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের প্রায় সকল মাধ্যমের শিল্পকর্ম রয়েছে এ প্রদর্শনীতে।
২৫ আগষ্ট পর্যন্ত চলবে এই প্রদর্শনী। গ্যালারি খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। আর শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা।