চলতি বছরের ৩০ জুনের পর থেকে মেট্রো রেলে ভ্রমণ করলে সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঢাকা ম্যাস ট্রানজিট কো. লিমিটেড কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) এনবিআরের মূসক আইন ও বিধি বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী স্বাক্ষরিত চিঠিতে এমন তথ্য পাওয়া গেছে।
এনবিআর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, রূপকল্প ২০৪১ অনুযায়ী উন্নত দেশের কাতারে শামিলের লক্ষ্যকে সামনে রেখে দেশে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে।
আরো বলা হয়, মেট্রো রেল সেবার ওপর ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত কর অব্যাহতির মেয়াদ শেষে, পুনরায় মূল্য সংযোজন কর অব্যাহতি দিতে জাতীয় রাজস্ব বোর্ড অপারগতা জ্ঞাপন করছে।