রাজধানীর ইবনে সিনা হাসপাতালে সি-সেকশন সার্জারির সময় পলি সাহা নামে এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসকের অবহেলায় মৃত্যু ঘটনা ঘটেছে বলে দাবি প্রসূতি নারীর পরিবারের স্বজনদের। এ অভিযোগ তদন্ত করতে ৪ সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মারা যাওয়া প্রসূতি নারীর চাচা সুবির সাহা কালের কণ্ঠকে বলেন, ‘সিজার করাতে গিয়ে মৃত্যু স্বাভাবিক ঘটনা নয়।
তিনি আরো বলেন, ‘ধর্মীয়ভাবে মরদেহ সৎকারের একটা নিদিষ্ট সময় থাকে। এজন্য আজ সৎকারের কাজ শেষ করলাম। এ কারণে এখনো কোথাও কোনো অভিযোগ জমা হয়নি। জমা দিয়েও যে প্রতিকার পাব এ আশা করাও কঠিন।
আজ বুধবার ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাইরেক্টর (এডমিন) অ্যান্ড ইউনিট ইনচার্জ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, পলি সাহা (২৪), স্বামী আশীষ রায় (মুন্না) গত সোমবার (১৮ মার্চ) সকাল ৯টা ৯ মিনিটে ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় তিনি আইসিইউতে মারা যান। ওই রোগী মারা যাওয়ার প্রকৃত কারণ উদঘাটন ও প্রতিবেদন প্রদানের জন্য চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো।
কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে হাসপাতালটির প্রাক্তন-অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অবস্ অ্যান্ড গাইনি) অধ্যাপক ডা. ফারহানা দেওয়ানকে। সদস্য সচিব করা হয়েছে আইএসএমসিএইচ বিভাগের চিফ মেডিক্যাল অফিসার ডা. আব্দুস সোবহান মুন্সীকে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কমিটিকে আগামী ৭ (সাত) কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হলো।