পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে কূটনীতিকদের সম্মানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বর্তমান ও সাবেক কূটনীতিকরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ঈদুল আজহার শুভেচ্ছা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঈদ পুনর্মিলনীতে যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
ড. মোমেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের গভীরতা আগামী দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।