চার দিনের সফরে এ মাসের শেষ সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপীয় কমিশন আয়োজিত গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়া তাঁর এ সফরের লক্ষ্য। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা।
জানা গেছে, প্রধানমন্ত্রী এ সফরের বিষয়ে মৌখিক সম্মতি দিয়েছেন।
গ্লোবাল গেটওয়ে ফোরামের বর্ণাঢ্য উদ্বোধনীতে অংশ নেওয়া ছাড়াও ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভনডার লিয়েনের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে।