ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে তাঁর দীর্ঘায়ু কামনায় আগামীকাল এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
আজ বুধবার পূজা কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সকাল ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। মহানগর সর্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সংসদ সদস্যবৃন্দ প্রার্থনা সভায় উপস্থিত থাকবেন।