ঢাকা : আজ (৭ জুলাই) উদ্বোধন হচ্ছে নবনির্মিত পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন। সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভবনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবহার করা ব্রিটিশ আমলে নির্মিত ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিলেঅ বেশ আগেই। ভূমিকম্প সহনীয় না হওয়ায় এ নিয়ে দুশ্চিন্তায় থাকতেন কর্মকর্তা ও কর্মচারীরা। ঝড়-বৃষ্টি হলে আতঙ্ক ছড়িয়ে পড়তো। ছিল কক্ষ সংকট ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব। এসব এখন অতীত হতে চলেছে। 

পুরনো ব্রিটিশ আমলের তৈরি ভবনটি ছেড়ে নতুন ভবনে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নবনির্মিত ৮তলা ভবনটিতে থাকবে আন্তর্জাতিক মানের সব সুবিধা।

ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সরকারের অন্যান্য অংশীজনেরাও উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

কূটনীতিতে বিশেষ অবদান রাখায় এদিন দেশি-বিদেশি দু’জন কূটনীতিককে ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ দেওয়া হবে। পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এ বছরের জন্য মনোনীত হয়েছেন।