ঢাকা: সর্বজনীন পেনশন নিয়ে অপপ্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশনা দেন তিনি। পরে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন বলেন, জাতীয় পেনশন স্কিম চালু হয়েছে, আমাদের বলা হয়েছে যে, ১০ হাজারের বেশি হিসাব হয়ে গেছে এবং লাখেরও বেশি প্রক্রিয়ার মধ্যে আছে।
মন্ত্রিপরিষদসচিব আরো বলেন, কেউ যদি সর্বজনীন পেনশন নিয়ে কোনো প্রশ্ন করেন, তার উত্তর দেওয়ার জন্য নির্দেশনা নিয়েছেন।
যারা অপপ্রচার চালাবে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, এই প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদসচিব বলেন, এটা নিয়ে আলাদা কোনো নির্দেশ দেওয়ার দরকার নেই।
গত ১৭ আগস্ট এ কর্মসূচির ছয়টি স্কিমের মধ্যে চারটি স্কিম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।