ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ পালাবে না। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা বাংলাদেশের জনগণের ক্ষমতা। আমরা পালাব না।
আজ বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির এক দফা খাদে পড়ে গেছে। তাদের কোমর বেঁকে গেছে।
রংপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, তিস্তার পানি পাবেন।
এদিন সকাল থেকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে গোটা রংপুর শহর। খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভা মাঠে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনার দুই নয়ন, রংপুরের উন্নয়ন’, ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম’- এ রকম নানা স্লোগানে মুখর হয়েছে সমাবেশস্থলসহ আশপাশের এলাকা।