ঢাকা: রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রার সময় সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলায় গ্রেপ্তার বিএনপির ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন মো. দুলাল, মোহাম্মদ আরজু, মনির ওরফে কসাই মনির, হেলাল মাঝি, জাকির হোসেন, নুরুল ইসলাম খোকন, দুলাল, নজরুল ইসলাম, মাইনুল হোসেন ওরফে শুভ, সুমন, শহিদুল ইসলাম, লোকমান, লিমন ভূইয়া, রাসেল, আবু সালেহ ওরফে এ টি এম ওলিউল হাসনাত, মোহাম্মদ আলী, মনির হোসেন, বিপ্লব দেওয়ান।
এর আগে গতকাল মঙ্গলবার গাবতলী থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। বেলা পৌনে ১২টার দিকে মিরপুর বাঙলা কলেজের সামনে এলে বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।