ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনে হেরে যাওয়ার কথা ভাবতেই বিএনপির মন খারাপ। আপনারা মাথা গরম করবেন না, মন খারাপ করবেন না। আমরা শান্তি চাই, শান্তিপূর্ণ পরিবেশ চাই। শান্তি যত বাড়বে, আমাদের ভোট তত বাড়বে।’

 

আজ বুধবার (১৯ জুলাই) তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা ভেবেছিল কখন আসবে আজরা জেয়া, সেই আশায় চোখেমুখে স্বপ্ন ছিল। আমেরিকার নেতারা চলে গেল। বিএনপির চোখমুখ শুকিয়ে গেছে, তাদের গলা শুকিয়ে গেছে।

বিএনপির নেতাদের আমেরিকা বলে দিয়েছে, তত্ত্বাবধায়ক নিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই।’

 

তিনি আরো বলেন, ‘বিএনপি শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন করতে চায়। আমেরিকা বলে গেছে, কাউকে ছাড়া কোনো কিছু নয়। বাংলাদেশের নিয়ম, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

ইউরোপও বলে গেছে। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। দুনিয়ার যত গালিগালাজ তারা দেয়। এখন সব দোষ শেখ হাসিনার। শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে, এটাই তাদের জ্বালা।’

 

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘মান-সম্মান রাখতে চাইলে আন্দোলন ছেড়ে নির্বাচনে আসুন। বাংলাদেশের মানুষ আপনাদের মান-সম্মান রাখবে না। বিএনপির ভোট আছে? ভোট করার মতো কোনো কাজ আছে? খালি মুখে ভোট বাংলার মানুষ আর দেবে না।’

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।