ঢাকা: ঢাকা-১৭ আসন উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। আজ সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে তেমন বড় ধরনের কোনো সহিংসতা লক্ষ করা যায়নি।

সারা দিন শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। ভোটার উপস্থিতি কম ছিল। তবে বিকেল ৩টার পর বনানী বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে গেলে স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম মারধরের শিকার হন।

 

জানা গেছে, বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে বিকেল ৩টা ১৮ মিনিটে প্রবেশ করেন হিরো আলম।

এ সময় সঙ্গে ছিলেন তার সমর্থকরাও। নৌকার প্রার্থী আরাফাতের সমর্থকরা তখন ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এরপর হিরো আলম কেন্দ্রের পশ্চিম পাশের ভবনের একটি কক্ষে ঢুকতে যান। তখন নৌকার সমর্থকরা তাকে গালাগালি শুরু করেন।
তাদের মধ্য থেকে একজন হিরো আলমকে ধাক্কা দেন। এতে হিরো আলম খেপে যান এবং সেই যুবকের দিকে তেড়ে যান।

 

ঢাকা-১৭ আসনের (গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট) উপনির্বাচনে মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০ জন। এদিন আসনটির ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।

 

এই নির্বাচনে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের মো. রাশিদুল হাসান, সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মো. রেজাউল ইসলাম স্বপন, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের শেখ হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী একতারা প্রতীকের মো. আশরাফুল হোসেন আলম এবং ট্রাক প্রতীকের মো. তারেকুল ইসলাম ভূঞা।