ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা যুক্তরাষ্ট্রের ১২ কংগ্রেসম্যানকে চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেওয়া ডেমোক্রেটির পার্টির ছয় কংগ্রেসম্যানের এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে দেওয়া রিপাবলিকান পার্টির ছয় কংগ্রেসম্যানের চিঠি সংগ্রহ করে পৃথকভাবে তার জবাব দিয়েছেন মন্ত্রী। ওই ১২ কংগ্রেসম্যানের সঙ্গে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বৈঠকের চেষ্টা করছেন।
গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
এ বিষয়ে সংসদীয় কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান সাংবাদিকদের বলেন, ‘চিঠিতে আগামী সংসদ নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতির বিষয়ে যথেষ্ট তথ্য তুলে ধরা হয়েছে। তাঁরা যে ল্যাক অব ডেমোক্রেসি, হিউম্যান রাইটস ভায়োলেশন এবং এ ধরনের কিছু বিষয়ের অবতারণা করেছেন, তার প্রতিটির জবাব দিয়েছি। প্রমাণসহ দিয়েছি, কী কী হয়েছে।
সংসদীয় কমিটিতে উত্থাপিত মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ওই কংগ্রেসম্যানরা বাংলাদেশ সম্পর্কিত বিষয়ে অতীতে আগ্রহ দেখিয়েছেন এমন নজির দেখা যায়নি। ওই চিঠি দুটির কোনোটিই বাংলাদেশ দূতাবাস তথা বাংলাদেশ সরকারকে লেখা হয়নি।
প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশসংক্রান্ত নানা অপপ্রচার রোধে এবং উন্নয়নযাত্রা তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ব্রাসেলস এবং ঢাকার ইইউ ডেলিগেশনের মাধ্যমে নিয়মিতভাবে ইইউর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছে বিষয়ভিত্তিক প্রতিবেদন পাঠানো হচ্ছে।