ঢাকা: জাতীয় সংসদে পাস হওয়া বাজেটে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (৩০ জুন) রাতে সংসদে পাস হওয়া নির্দিষ্টকরণ বিল ২০২২-এ সম্মতি জানান তিনি। এছাড়া, বুধবার (২৯ জুন) পাস হওয়া অর্থ বিল ২০২২ এ-ও সম্মতি দেন তিনি।

বৃহস্পতিবার রাতেই দুটি বিল গেজেট আকারে প্রকাশিত হওয়ার মাধ্যমে তা আইনে পরিণত হয়েছে।

শুক্রবার (১ জুলাই) থেকে নতুন অর্থবছরের বাজেট বাস্তবায়ন শুরু হবে। এর আগে, বৃহস্পতিবার নতুন অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পাস হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশনে আগামী অর্থবছরের জন্য বাজেট কণ্ঠ ভোটে পাস হয়।