ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা নিজের পায়ে নিজে দাঁড়াব, বিশ্ব দরবারে মাথা উচু করে আমরা চলবো। এখনকার বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারে না। বিশ্বব্যাপী সকলেই এখন সম্মানের চোখে দেখে।’
আজ সোমবার (৩ জুলাই) সকালে নিজ কার্যালয়ে গাজীপুর, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারপ্রধান।
মেয়র-কাউন্সিলদের উন্নয়নের কেন্দ্রবিন্দু আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, উন্নয়ন আপনাদের ওপর নির্ভর করে। আমাকে তিনশ সিট দেখতে হয়।
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, দু’বেলা দু’মোঠো খেতে পারে, সাবাই যেন উন্নত জীবন পায় সেটাই আমরা চাই।’ মেয়র-কাউন্সিলদের উদ্দেশে তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলি।