ঢাকা: শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রন্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু হলো।
একই সময়ে সারা দেশে ৫০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২২৪ জন ঢাকার এবং ২৮৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
রবিবার (০২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৩৮৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৬৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪২২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত আট হাজার ৭৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ঢাকায় ছয় হাজার ৪৮১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছে দুই হাজার ২৭৬ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সাত হাজার ৩১৭ জন। ঢাকায় পাঁচ হাজার ৪৭৪ এবং ঢাকার বাইরে এক হাজার ৮৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।