ঢাকা: শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে করোনায় দুজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৬১ জনে দাঁড়িয়েছে। 

একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২১ জনের শরীরে। রবিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি ৮৮৫টি ল্যাবে এক হাজার ৭৪৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় মোট এক হাজার ৭৪৪টি নমুনা। এসব পরীক্ষায় ১২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ২৫২ জনে।

 

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা ৬ দশমিক ৯৪ ভাগ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২০ ভাগ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার দাঁড়িয়েছে এক দশমিক ৪৪ ভাগ।

একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৪৬ জন।

এ নিয়ে ভাইরাসটি থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৮ হাজার ২০০ জনে।