ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সিলেটের ইসকন মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রার উদ্বোধন করেছেন।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে তিনি নগরীর ভাতালিয়াস্ত ওসমানী মেডিক্যাল রোড সংলগ্ন যুগলটিলার ইসকন মন্দিরে পৌঁছান। তাকে স্বাগত জানায় সিলেটের ইসকন কর্তৃপক্ষ।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জনগন্নাথ দেবের রথযাত্রা উদ্বোধন করে ইসকন মন্দির পরিদর্শন করেন নানক।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। এ দলটি যখনই বাংলাদেশের ক্ষমতায় এসেছে তখনই দেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়টি সব সময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে।’
তিনি ইসকন কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো সমস্যা সমাধানে সরকার আন্তরিক। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। বাংলাদেশের মানুষও তা পছন্দ করে না। আপনারা শান্তির লক্ষ্যে এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাথে সব সময় ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলেই আমাদের প্রত্যাশা।’
এ সময় তার সাথে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।