ঢাকা: সূর্য ডোবার আগেই যেন সন্ধ্যা নেমে আসে রাজধানীতে। বিকেল পৌনে ৪টার দিকেই অন্ধকার হয়ে গেছে চারদিক। তবে ১৫ মিনিট পর আবারও আকাশ পরিষ্কার হতে শুরু করে।
গতকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা, রাজধানীর কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে।
এদিকে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, দুই বিভাগের কোথাও কোথাও হতে পারে ভারি বৃষ্টি।