ঢাকা: চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হবে ১৭ জুলাই। বৃহস্পতিবার এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আজ বুধবার (৩১ মে) নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।

গত ১৫ মে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এই আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত এই আসনটি।