ঢাকা: চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হবে ১৭ জুলাই। বৃহস্পতিবার এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আজ বুধবার (৩১ মে) নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।
গত ১৫ মে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।