ফিলাডেলফিয়ার একটি ব্যস্ত রাস্তায় একাধিক বন্দুকধারীর ভিড়ের মধ্যে নির্বিচারে গুলি চালিয়েছে। শনিবারের এই তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বার্তা সংস্থা এপি ও এএফপি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 


স্থানীয় পুলিশ পরিদর্শক ডি. এফ. পেস স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, দুই জন পুরুষ ও একজন নারী এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

তিনি আরও বলেন, সেখানে উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েকজন বন্দুকধারীকে ভিড়ের মধ্যে গুলি করতে দেখেছেন তারা। 

সাউথ স্ট্রিটে সপ্তাহ শেষের ছুটিতে শত শত মানুষ জড়ো হয়েছিল। এমন সময় ওই হামলা চালান হয় বলে জানিয়েছেন পেস।

তিনি আরও জানান, দায়িত্বরত কর্মকর্তারা এক বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন। তবে ওই গুলি তাকে আঘাত করেছে তা স্পষ্ট নয়। 

এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। 

ঘটনাস্থল থেকে দুটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পেস। 

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি গির্জার পার্কিং এলাকায় এক বন্দুকধারীর নির্বিচারে চালানো গুলিতে দুই নারীর মৃত্যু হয়। পরে বন্দুকধারীও আত্মঘাতী হন। 

এর আগে বৃহস্পতিবার উইসকনসিনের গ্রেসল্যান্ডে একটি কবরস্থানে অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন এক বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে অন্তত দুই জন গুরুতর আহত হন৷

নিউইয়র্ক, উভালডাতেও মে মাসে একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে৷ নিউইয়র্কের বাফালোর সুপারমার্কেটে নির্বিচারে গুলি চালিয়েছিল বন্দুকধারী। সেই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়।