NYC Sightseeing Pass
Logo
logo

রাষ্ট্রপতির নাম বলতে না পারায় চটেছেন কঙ্গনা


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৫, ০৯:০৫ এএম

রাষ্ট্রপতির নাম বলতে না পারায় চটেছেন কঙ্গনা

বলিউড তারকা কঙ্গনা রানাউত রাজনীতিতে এসেও সফল হয়েছেন। গত বছর ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। এখন তিনি বিজেপির সাংসদ। রাজনীতিতে আসার আগেও তিনি বিভিন্ন বিষয়ে মতামত দিতেন। সাংসদ নির্বাচিত হওয়ার পর তার মতামতের গুরুত্ব আরও বেড়েছে।

কঙ্গনা ভারত-পাকিস্তানের পরিস্থিতি নিয়েও কথা বলেন। তবে অভিনেত্রী মনে করেন, যুদ্ধে মানুষের মৃত্যু হবে না। অজ্ঞানতাই মৃত্যুর আসল কারণ। হঠাৎ এমন কথা বলার পেছনে কারণ রয়েছে।

 

কঙ্গনা নতুন প্রজন্মের একদল ছেলে-মেয়ের অজ্ঞানতা দেখে ভীষণ চটেছেন। কয়েকজন তরুণীর কাছে ভারতের রাষ্ট্রপতির নাম জানতে চাওয়া হয়। এ সময় দেখা গেলো এক তরুণী জানেই না, দেশের রাষ্ট্রপতি একজন নারী। আর একজন বেশ কষ্ট করে মনে করে বলেন, ‘ম্রুনাল‘ বোধহয়। আমি জানি। ‘মুরুনুও’ হতে পারে। আর এক তরুণী বলেন, আমার মনে হয় ‘রামনাথ কোবিন্দ।’ এখানেই শেষ নয়। চতুর্থজন উত্তরে বলে ওঠেন, ‘জওহরলাল নেহরু’। তিনিই তো প্রথম রাষ্ট্রপতি ছিলেন।

 

 

সোশ্যাল মিডিয়ায় এ ভিডিও দেখে চটেন কঙ্গনা। সেই ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘যুদ্ধ আমাদের মারতে পারবে না। কিন্তু এই প্রজন্মের ফড়িংদের মাথার কোষগুলোই আমাদের মেরে ফেলবে।’ কঙ্গনার এ বক্তব্যে অনেকেই সমর্থন জানিয়েছেন।

 

কঙ্গনা সব শেষ ‘ইমার্জেন্সি’ সিনেমায় অভিনয় করেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে এতে তিনি অভিনয় করেছেন। এ সিনেমার নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যও তিনি রচনা করেন। তবে এবার বলিউড ছেড়ে হলিউডে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে কঙ্গনার। একটি ভৌতিক সিনেমার প্রধান চরিত্রে তিনি অভিনয় করতে যাচ্ছেন। এর নাম ‘বি দ্য ইভিল’। সিনেমাটিতে কঙ্গনা ছাড়াও রয়েছেন হলিউড অভিনেতা টাইলার পোজে, সিলভারস্টার স্ট্যালোনের কন্যা স্কারলেট রোজ স্ট্যালোন। সিনেমাটি দেখার জন্য কঙ্গনার অনুরাগীরা মুখিয়ে রয়েছেন।