চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে শক্তিশালী বাতাসের কবলে পড়ে চারটি পর্যটকবাহী নৌকা উল্টে গেছে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ৭০ জনকে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর বরাতে জানানো হয়েছে, রোববার (৪ মে) গুইঝৌ প্রদেশের কিয়ানসি শহরের একটি নদীতে হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করলে নৌকাগুলো উল্টে যায়। এর ফলে পানিতে পড়ে যান ৮৪ যাত্রী।
প্রথমে নিহত যাত্রীর সংখ্যা নয়জন জানানো হয়েছিল। তবে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে চীনের সপ্তাহব্যাপী মে ডে ছুটির শেষ দিকে। এই সময়ে সাধারণত দেশটিতে ভ্রমণপ্রিয় মানুষের ভিড় সর্বোচ্চ পর্যায়ে থাকে।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং উদ্ধার তৎপরতায় ‘সর্বাত্মক প্রচেষ্টা’ চালানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি সম্প্রতি ঘটে যাওয়া একই ধরনের অন্যান্য দুর্ঘটনার দিকে ইঙ্গিত করে জননিরাপত্তা ব্যবস্থার উন্নতির ওপর গুরুত্বারোপ করেছেন।
ছুটির সময়ের অতিরিক্ত ভিড়কে মাথায় রেখে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর মাত্র দুই মাস আগে হুনান প্রদেশে একটি যাত্রীবাহী নৌকার সঙ্গে একটি জাহাজের সংঘর্ষে ১১ জন নিহত হন। একই ছুটির সপ্তাহে পূর্ব চীনের সুঝোউ শহরে একটি নতুন খোলা পার্কে দর্শনার্থীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত ও চারজন আহত হন।