khabor.com, KHABOR.COM, khabor, news, bangladesh, shongbad, খবর, সংবাদ, বাংলাদেশ, বার্তা, বাংলা

যুক্তরাষ্ট্রে ৭৫তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রদান

0 22

যুক্তরাষ্ট্রের বেভার্লি হিলস এ রবিবার ৭৫তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রদান করা হয়েছে। এতে ‘লেডি বার্ড’ শ্রেষ্ঠ কমেডি চলচ্চিত্রের এবং ‘দ্য শেপ অব ওয়াটার’ এর গুইলার্মো ডেল টোরো শ্রেষ্ঠ পরিচালকের পুরষ্কার জিতেছেন। এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ীরা হলো-
চলচ্চিত্র:

শ্রেষ্ঠ চলচ্চিত্র, ড্রামা: ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’।
শ্রেষ্ঠ অভিনেতা, ড্রামা: গ্রে ওল্ডম্যান, ‘ডার্কেস্ট আওয়ার’।
শ্রেষ্ঠ অভিনেত্রী, ড্রামা: ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’।
শ্রেষ্ঠ অভিনেতা, মিউজিক্যাল অথবা কমেডি: জেমস ফ্রাঙ্কো, ‘দ্য ডিজাস্টার আর্টিস্ট’।
শ্রেষ্ঠ অভিনেত্রী, মিউজিক্যাল অথবা কমেডি: সাওইরসে রোনান, ‘লেডি বার্ড’।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা: সাম রকওয়েল, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী: অ্যালিসন জ্যানেই, ‘আই, টোনিয়া’।
শ্রেষ্ঠ স্ক্রিনপ্লে: মার্টিন ম্যাকডোনাহ্, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’।
শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্র: ‘ইন দ্য ফেইড’।
শ্রেষ্ঠ এনিমেটেড ফিচার ‘কোকো’।

টেলিভিশন:
শ্রেষ্ঠ ড্রামা সিরিজ: ‘দ্য হান্দামাইদ’স টেল’।
শ্রেষ্ঠ ড্রামা অভিনেতা: স্টার্লিং কে ব্রাউন, ‘দিস ইজ আস’।
শ্রেষ্ঠ ড্রামা অভিনেত্রী: এলিজাবেথ মোস, ‘দ্য হান্দামাইদ’স টেল’।
শ্রেষ্ঠ মিউজিক্যাল অথবা কমেডি সিরিজ: ‘দ্য মারভেলাস মিসেস. মাইসেল’।
শ্রেষ্ঠ মিউজিক্যাল অথবা কমেডি অভিনেতা: আজিজ আনসারি ‘মাস্টার অব নান।’
শ্রেষ্ঠ মিউজিক্যাল অথবা কমেডি অভিনেত্রী: রিচেল ব্রোসনান, ‘দ্য মারভেলাস মিসেস. মাইসেল।’
শ্রেষ্ঠ মিনি ধারাবাহিক বা টেলি সিনেমা: ‘বিগ লিটল লাইস’।
শ্রেষ্ঠ মিনি ধারাবাহিক বা টেলি সিনেমা অভিনেতা: এওয়ান ম্যাকগ্রেগর, ‘ফার্গো’।
শ্রেষ্ঠ মিনি ধারাবাহিক বা টেলি সিনেমা অভিনেত্রী: নিকোল কিডম্যান ‘বিগ লিটল লাইস’।
শ্রেষ্ঠ মিনি ধারাবাহিক বা টেলি সিনেমা পার্শ্ব অভিনেতা: আলেকজান্ডার স্কারগার্ড, ‘বিগ লিটল লাইস’।
শ্রেষ্ঠ মিনি ধারাবাহিক বা টেলি সিনেমা পার্শ্ব অভিনেতা: লরাঁ ডার্ন ‘বিগ লিটল লাইস’। এএফপি।

Print Friendly, PDF & Email

Leave A Reply