Share

প্রেমে শিল্পে সাহসে চুম্বনে কবিতায়

 

আমি চাই- যে রকম কাদামাটি চায় একজন
দক্ষ কারিগর শিল্পী কুমোর, শাশ্বত নারী চায়
অংকজুড়ে আসুক তাঁর প্রাণবন্ত হাসিমুখ শিশু,
কাঠখড় শিলাখন্ড চায় একজন নিষ্ঠাবান
হাতুড়ি-বাটাল-ছেনী-সমৃদ্ধ ভাস্কর, ফসলের
পোড়ামাঠ চারাগাছ প্রচন্ড তৃষ্ণায় কাঁপাকাঁপা
হাতে আশীর্বাদ চায় বরুণের কাছে, ময়ুরের
চিত্রল পেখম চায় বরষার ঘন অন্ধকার
বুক চিরে যুবতী মেঘের সংগীত, একজন
চড়ুই’র ছানা চায় কার্নিশে মা’য়ের ভরা ঠোঁটে
খাদ্যের সম্ভার, শিশু চায় মাতৃস্তন- অমৃতের
স্বাদ নিদ্রার ক্ষুধায়; তোমাকে তেমন আমি চাই
সারাক্ষণ- প্রেমে শিল্পে সাহসে চুম্বনে কবিতায়।

Print Friendly
Share
 
 

0 Comments

You can be the first one to leave a comment.

Leave a Comment

 
 

*

 
 
75Total Views
Share
Share

Hit Counter provided by shuttle service from lax